সামান্য টাকার জন্য অচল টেকটিউনস ডট কম ডট বিডি!!


টাকার জন্য বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক ব্লগ টেকটিউনস (TechTunes) ডাউন!!!


বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক ব্লগ টেকটিউনস (TechTunes) টাকার জন্য ডাউন করে রাখা হয়েছে। মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি,২০১৯ আনুমানিক রাত ১২টার পর থেকে সাইটটি ভিজিট করা যাচ্ছিলো না। আদনান নামক একজন অজানা বেক্তি টাকার জন্য এ কাজ করেছেন। ধারণা করা হচ্ছে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯ টার পর টেকটিউনসের ডোমেইন কনট্রোল প্যানেল নিয়ন্ত্রণে নেওয়ার পর নেম সার্ভার পরিবর্তন করে TechTunes এর হোস্টিং সার্ভার থেকে বিচ্ছিন্ন করে দেয়। ওয়েবসাইটটি ভিজিট করলে সেখানে দেখা যাচ্ছে
“টেকটিউন্সের জন্য ২৮,০০০ টাকা নিশ্চয়ই অল্প কিছু টাকা। এই টাকার জন্য মেহেদী ভাই/টেকটিউন্সের কাছ থেকে এরকম ছোটলোকি আশা করিনি। এগুলো আমার কস্টার্জিত টাকা। দয়া করে পরিশোধ করুন“এবং ওয়েবসাইট টাইটেলবারে “Pay my money!“ লেখাটি দেখা যাচ্ছে।

বাংলাদেশী প্রযুক্তি বিষয়ক ব্লগ গুলোর মধ্যে TechTunes অন্যতম। যার বর্তমানে অ্যালেক্সা র‍্যাঙ্ক সারা বিশ্বে ২১২,৪৮১তম এবং বাংলাদেশে ৪৪১তম। ২০১২ সালে TIGER@MATE নামক হ্যাকার দল দ্বারা হ্যাকিংএর শিকার হয় জনপ্রিয় এই ওয়েবসাইটটি। এই পোস্টটি প্রকাশ করার সময় পর্যন্ত TechTunes সাইটটি পুনঃরুদ্ধার করা সম্ভব হয় নি।

সামান্য টাকার জন্য অচল টেকটিউনস ডট কম ডট বিডি!! সামান্য টাকার জন্য অচল টেকটিউনস ডট কম ডট বিডি!! Reviewed by AH Inc. on February 06, 2019 Rating: 5

No comments:

Music

2/Music/grid-big
Powered by Blogger.